ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতজুড়ে গোমাংস নিষিদ্ধ চান রামদেব

প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ভারতে গরুর মাংস নিষিদ্ধ করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গায় নিষিদ্ধও করা হয়েছে গো-মাংস। এরই মধ্যে আগুনে ঘি ঢালতে চাইছেন দেশটির যোগগুরু রামদেব। তিনি চান গোটা ভারতে নিষিদ্ধ হোক গরুর মাংস।

ভারতজুড়ে যখন তীব্র চাপানউতোর, তখনই গোটা দেশে এই ডাক দিলেন রামদেব। শুধু গোমাংস নিষিদ্ধ করাই নয়, গরুকে জাতীয় পশু করার পক্ষেও জোর দাবি জানিয়েছেন তিনি। রাজস্থনের যোধপুর শহরে বিএসএফ কর্মী ও তাদের পরিবারের জন্য আয়োজিত একটি যোগক্যাম্পে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ক্যাম্পের শেষে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, গোটা ভারতে গোহত্যা নিষিদ্ধ করা উচিত। আর গরুকে ঘোষণা করা উচিত জাতীয় পশু হিসেবে। যারা গোমাংস খাওয়ার পক্ষে যুক্তি দিচ্ছেন, তাদেরকেও এদিন একহাত নেন রামদেব।

পাশাপাশি, জৈব কৃষির পক্ষে সাফাই গেয়ে এদিন কৃষিক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের তীব্র সমালোচনা করেন যোগগুরু। অতিরিক্ত সার ক্যান্সারের প্রকোপ বাড়ানোর পাশাপাশি মাটিকেও অনুর্বর করে তুলছে বলে মত তার।

আগামী চার-পাঁচ বছরের মধ্যে দেশটির প্রতিটি কোণায় তার আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যাবে বলে রামদেব আশ্বাস দিয়েছেন।

বিএ