ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দেশে ফিরলেন ইয়েমেনের নির্বাসিত প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

প্রায় ছয় মাস নির্বাসিত থাকার পর ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খালেদ বাহা দেশে ফিরেছেন। দেশটিতে নতুন সরকার গঠন করতে বুধবার এডেনে ফিরেছেন তিনি।

কিছুদিন আগে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করতে বাধ্য হয় খালেদ বাহাসহ পুরো মন্ত্রিসভা। দেশে ফিরে তৎকালীন বাহা সরকারের মুখপাত্র ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রাজেহ বাদি বলেন, এডেনে পৌঁছে প্রধানমন্ত্রী নতুন করে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার আরো অন্তত সাতজন সদস্যও দেশে ফিরেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদ বাহা এবং অন্যান্য মন্ত্রীরা দেশে স্থায়ীভাবে থাকার জন্য এডেনে ফিরে এসেছেন।

এর আগে গত জুলাই মাসে দেশে ফিরেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খালেদ বাহা ও প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি। কিন্তু ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হুমকির মুখে সৌদি আরবে পালিয়ে যান তারা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের হুমকিতে ইয়েমেন ছাড়তে বাধ্য হন জাতিসংঘ সমর্থিত সরকারের প্রেসিডেন্ট আবেদ রাব্বা মনসুর হাদি ও প্রধানমন্ত্রী খালেদ বাহা। এরপর উত্তর ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করতে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

সূত্র : রয়টার্স।

এসআইএস/আরআইপি