পদ ৩৬৮ : আবেদন ২৩ লাখ
বেকারত্বের হার যে কতটা ভয়াবহ রুপ ধারণ করেছে তার প্রমাণ পাওয়া গেলো সরকারি এক নিয়োগ বিজ্ঞপ্তিতে। ভারতের উত্তরপ্রদেশের ৩৬৮টি পিওনের পোস্টের জন্য জমা পড়ছে ২৩ লাখ আবেদন! প্রদেশের মোট ৪৫ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকই এই পোস্টে আবেদন করেছেন।
চমকের এখানেই শেষ নয়। আবেদনকারীদের মধ্যে দুই লাখ তরুণ-তরুণীর মধ্যে রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এদের অনেকেই বি-টেক, বিএসসি, এমএসসি ও এমকম শেষ করেছেন। ২৫৫ জনের রয়েছে পিএইচডি ডিগ্রি। সচিবালয় দফতর সূত্র এ তথ্য প্রকাশ করেছে।
সচিবালয় সেক্রেটারি প্রভাত মিত্তাল এ ঘটনায় অবাক হয়েছেন। তিনি বলেন, একটি সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদনকারীদের ব্যাপক সাড়া দেখে আমরা হতবাক হয়েছি।
ওই পোস্টে আবেদনকারীদেরকে সরাসরি স্বাক্ষাতকারের মাধ্যমে চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন স্বাক্ষাতকার নিতে গেলে কয়েক বছর লাগবে।
পিএইচডি ডিগ্রিধারী অলোক বলেন, বেকার থাকার চেয়ে পিওনের কাজ করা অনেক ভালো। রেখা ভার্মা নামে একজন আবেদনকারী বলেন, অন্যের উপর নির্ভরশীল থাকার চেয়ে সরকারি দফতরে পানির বোতল বহন করা ভালো।
তিনি আরো বলেন, যদি আপনি বেকার থাকেন তাহলে আপনার আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাহয্যের জন্য অপেক্ষা করবেন। কিন্তু এভাবে শুভাকাঙ্খীদের সহায়তায় কতদিন থাকা যাবে প্রশ্ন করেন তিনি।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।
এসআইএস/পিআর