ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুপারমুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে

প্রকাশিত: ০৫:০১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

একইদিনে একসঙ্গে সুপারমুন উঠবে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। বিরল এ ঘটনাটি ঘটতে যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

চাঁদ-সূর্যের ‘পূর্ণগ্রাস গ্রহণ’ তো হয়েই থাকে। নাসা বলছে, আর ১২ দিন পর আকাশে দেখা যাবে ‘সুপার মুন’। একই দিনে ‘সুপার মুন’ আর ‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ’ এর ঘটনাকে বিরলই বলা যায়। যা গত ৩০ বছরে ঘটেনি। গ্রহণ শেষ হওয়ার পর ছায়ার ‘আড়াল’ থেকে বেরিয়ে আসা চাঁদের উজ্জ্বলতা হবে নজরকাড়া। ৩০ শতাংশ বাড়বে উজ্জ্বলতা।

এর আগে ১০০ বছরে এই সুযোগ হয়েছিল মাত্র পাঁচবার। ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ আর ১৯৮২ সালে। এই সুযোগ ফের আসবে ১৮ বছর পর ২০৩৩ সালে।

উল্লেখ্য, এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়ায়।

এসআইএস/আরআইপি