বাড়ছে তাজমহলের টিকিটের মূল্য
তাজমহলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। তাজমহলে প্রবেশের খরচ একধাপে অনেকটাই বাড়তে চলেছে। শুধু তাজমহল নয়, ভারতের অন্যান্য ঐতিহাসিক স্থাপনায় প্রবেশ টিকিটের মূল্য একলাফে প্রায় ২০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআঅাই)।
এএসআঅাই`র তালিকাভূক্ত এ ক্যাটেগরির ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর টিকিটের মূল্য বিদেশি পর্যটকদের জন্য ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। একইসঙ্গে ভারতীয়দের জন্য ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
তবে তাজমহলের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তাজমহলের দর্শনপ্রার্থীদের `টোল ট্যাক্স` হিসেবে আগরা ডেভলপমেন্ট অথরিটি (এডিএ)`কে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে। আর এর ফলে তাজমহলের প্রবেশমূল্য ভারতীয়দের জন্য ৪০ টাকা (অতিরিক্ত ১০ টাকা কর), বিদেশিদের ক্ষেত্রে তা ১২৫০ টাকা (অতিরিক্ত ৫০০ টাকা কর হিসাবে) নির্ধারণ করা হয়েছে।
দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ইতোমধ্যে প্রাথমিকভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই নতুন প্রবেশমূল্য চালু করার কথা উল্লেখ করা হয়েছে।
এসআইএস/পিআর