প্রথমবার টিকিট কেটেই বাজিমাত, কোটি টাকার লটারি জয়
প্রথমবারই লটারি টিকিট কেটেছিলেন যুক্তরাষ্ট্রের সাম লটন নামের এক তরুণ। টিকিট কেনার এক মাস আগে লটারি জয়ী ডিন ওয়েমিসকে টেলিভিশনে দেখে তারও ইচ্ছে হয়েছিল। কিন্তু কখনো ভাবেননি যে এমন ভাগ্যও তার কপালে লেখা রয়েছে।
বাংলাদেশি মুদ্রায় ১৩০ টাকার একটি লটারির টিকিট কাটেন ১৯ বছরের ওই তরুণ। মাত্র ৯০ মিনিটের মধ্যেই জিতে যান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
মোবাইল অ্যাপ থেকে লটারির টিকিট কাটেন সাম। কিছুক্ষণের মধ্যে তার নম্বরের সঙ্গে লটারির নম্বর মিলে গেলে হতচকিত হয়ে যান তিনি। তবে এই বিপুল অঙ্কের টাকা জিতে মাটি থেকে পা সরেনি সামের।
এই টাকা নিয়ে ভবিষ্যতে কী করবেন, সে পরিকল্পনা করছেন তিনি। তবে হঠাত্ এই টাকা পাওয়ায় স্বাভাবিকভাবেই চরম খুশিতে আছেন সাম।
লটারিতে জেতা টাকা দিয়ে তিনি প্রথমেই গাড়ি চালানো শিখতে চান। এরপর নিজস্ব বাড়ি বানানোর জন্য কিছু সঞ্চয়ও করতে চান। সবশেষে ২০ বছর বয়সী বান্ধবী কোনিকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাতে চান সাম।
এসআইএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার