ইরানবিরোধী মার্কিন জোটে যোগ দেবে না নিউজিল্যান্ড
পারস্য উপসাগরের নিরাপত্তা জোরদারের অজুহাতে আমেরিকা ইরানবিরোধী যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তাতে যোগ দেবে না নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রন মার্ক বলেছেন, ওই জোটে অংশ নিতে ব্রিটেনের পক্ষ থেকে আহ্বান জানানো হযেছে, কিন্তু আমরা ওই জোটে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে জার্মানিসহ আরও কয়েকটি দেশ ওই জোটে যোগ দেওয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইরান-বিরোধী মার্কিন নীতির যে চিত্র তা অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, ইরান-বিরোধী এ জোটে বার্লিন যোগ দেবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন কৌশলে আমরা যোগ দেব না।
ইরানের কথিত হুমকি মোকাবেলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে আমেরিকা বেশ কিছু দিন ধরেই একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল ও ব্রিটেন ছাড়া অন্য মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায়নি। গত ৯ জুলাই আমেরিকা এই জোট গঠনের প্রস্তাব দেয়।
জার্মানির পাশাপাশি জাপান ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশও পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না। মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে। পার্সট্যুডে।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা