ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। বুধবার সকালে রাজ্যের উত্তরকাশি এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লাগার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তরাখণ্ড রাজ্যের বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
টেলিফোনে বার্তাসংস্থা পিটিআইকে উত্তরকাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে মোলদিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্তের স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও বজ্রপাতে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ আটকা পড়েছেন। বন্যায় এখন পর্যন্ত প্রায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে টনস নদীর পানি উত্তরাকাশি এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বৃষ্টি বিধ্বস্ত উত্তরকাশির মোরি এলাকা পরিদর্শন করেছেন। এ এলাকায় বন্যা ও বৃষ্টিপাতে ১৬ জন নিহত হয়েছেন।
ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। গত কয়েক দিন বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে হিমাচলে অন্তত ৪৩ জনের প্রাণ গেছে। তবে উত্তরাখণ্ডে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল ২০১৩ সালে। উত্তরাখণ্ডে ওই বছর বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সূত্র : এনডিটিভি।
এসআইএস/পিআর