ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতের পরমাণু অস্ত্র নিয়ে বিশ্বকে ভাবতে বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়েছেন। ভারত পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করতে পারে বলে প্রকাশিত খবরকে কেন্দ্র করে এ বক্তব্য দিয়েছেন ইমরান খান।

রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, মোদি সরকারের নিয়ন্ত্রনাধীন ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তার বিষয়ে বিশ্বকে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করা উচিত।

তিনি আরও বলেন, এর প্রভাব কেবল উপমহাদেশেই পড়বে না বরং গোটা বিশ্বে পড়বে।

গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বেড়েছে। ভারতের এ পদক্ষেপে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। পার্সট্যুডে।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন