মঞ্চেই পড়ে গেলেন বিএমডব্লিউর সিইও
দৃশ্যটা অনেকটা ভারতের সদ্য প্রয়াত মিসাইলম্যান এপিজে আবদুল কালামের মতো। মঞ্চে বক্তব্য দেয়ার সময় পড়ে গিয়ে মারা যান তিনি। একইভাবে মঞ্চে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিশ্বের বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যারাল্ড ক্রুয়েগার। জার্মান এ কোম্পানিটির প্রধান নির্বাহী হিসেবে এ বছরই দায়িত্ব পেয়েছেন পরিশ্রমী এ মানুষটি।
বার্তা সংস্থা এপি জানায়, ফ্রাঙ্কফুর্টে জার্মান অটোঘরের নতুন লাইন আপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে। বক্তব্যের পাঁচ মিনিট যেতে না যেতেই পেছনের দিকে উল্টে পড়ে যেতে শুরু করেন ক্রুয়েগার। তড়িঘড়ির মুহূর্তে কোম্পানির স্টাফরা তাকে ধরতে না ধরতেই পিঠে ও মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। এরপর তাৎক্ষণিক তাকে মঞ্চেই শুইয়ে দেয়া হয়।
বিএমডব্লিউর মুখপাত্র ম্যাক্সিমিলিয়ান স্কোয়েবার্ল বলেন, ৪৯ বছর বয়সী ক্রুয়েগার সম্প্রতি অনেক বেশি সফর করছেন। আর আজকের অনুষ্ঠানটিতে যাওয়ার মতো তিনিও সুস্থও বোধ করছিলেন না। তারপরও সেখানে যান তিনি।
তিনি আরো জানান, ক্রুয়েগার এ বছরই বিএমডব্লিউর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন। চিকিৎসকরা তাকে দেখছেন। আর তার সমস্ত অ্যাপোয়েনমেন্ট বাতিল করে তাকে বাসায় বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন।
স্কোয়েবার্ল জানান, ক্রুয়েগারের অবস্থা উদ্বিগ্ন হওয়ার মতো না। আশা করছি সুস্থ হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে বসতে পারবেন।
উল্লেখ্য, বিশ্বের নামী-দামী গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে বিলাসবহুল গাড়িতে জার্মান বিএমডব্লিউর খ্যাতি দুনিয়াজোড়া।
এসএইচএস/বিএ