ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্রেন দুর্ঘটনা : ৬০ লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

মক্কার মসজিদ আল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে বিমা কোম্পানি। মঙ্গলবার বিমা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে দেশটির আরবি দৈনিক আল হায়াত।

বিমা কোম্পানি দুর্ঘটনায় নিহত ১০৭ ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৩৩ মিলিয়ন রিয়াল বা ৬৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবে বিমা কোম্পানি।  এই টাকার পুরোটাই হারাম শরীফ সম্প্রসারণ প্রকল্পের ইন্স্যুরেন্স কোম্পানি ব্লাড মানি হিসাবে প্রদান করবে।

এ বিষয়ে ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ আদহাম জাদ বলেন, সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য ন্যূনতম ১ লাখ রিয়াল পর্যন্ত বিমা ঝুঁকি গ্রহণ করা হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বড় ধরনের আপদকালীন সময়ে তা বাড়ানো হয়।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মক্কার পবিত্র মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় ১০৭ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় ২ শতাধিক হাজী।

এসকেডি/আরআইপি