ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বীরচক্র সম্মাননা পাচ্ছেন অভিনন্দন বর্তমান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৪ আগস্ট ২০১৯

ভারতের সীমান্তে ঢুকে পড়া পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করায় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাধীনতা দিবসে বীরচক্র সম্মানে ভূষিত করা হবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে ভারত সরকারের তরফ থেকে অভিনন্দনকে সেনা বাহিনীর দ্বিতীয় শীর্ষ এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৫০ জওয়ান নিহত হয়। ওই হামলার ১৩ দিন পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গি ক্যাম্প ধ্বংস করে।

এরপর ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা চালায় পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ বিমান। কিন্তু বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান মিগ-২১ দিয়ে পাকিস্তান এর এফ-১৬ যুদ্ধবিমানকে ড্রাগফাইটে নিয়ন্ত্রণ রেখার পাশে ধ্বংস করে।

পাক যুদ্ধবিমান ধ্বংস করার পর অভিনন্দনের বিমানও ভেঙে পড়ে। আর তিনিও ভুল করে পাকিস্তানের সীমানায় নেমে পড়েন। এরপর পাকিস্তানি সেনারা তাকে ধরে ফেলেন। তবে আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তান অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য হয়।

টিটিএন/এমকেএইচ

আরও পড়ুন