ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাকে ডিঙিয়ে হিন্দিকে প্রাধান্য, প্রতিবাদে মুখর পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ এএম, ১৩ আগস্ট ২০১৯

বাংলা ভাষাকে অমর্যাদার হাত থেকে রক্ষা করতে সোচ্চার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ‘বাংলাকে সম্মান করুন, নইলে বাংলা ছাড়ুন’, ‘বাংলাকে সম্মান করুন, নইলে বাংলা ছাড়ুন’ পোস্টারে সয়লাব সেখানকার বাস-ট্রেন। ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন এ প্রচারণা চালাচ্ছে।

পশ্চিমবঙ্গের যেসব জায়গায় হিন্দিকে ‘রাষ্ট্রভাষা’ বলে চালিয়ে দেয়ার যে প্রবণতা রয়েছে তারই বিরোধিতা করা হয়েছে এই পোস্টারগুলোতে। তবে কোথাও ‘বাংলা পক্ষ’র নাম না থাকলেও সামাজিক মাধ্যমে তাদের প্রতিনিধিদের তৎপরতা বলে দিচ্ছে এগুলোর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

পোস্টারগুলোর কোনোটিতে লেখা-‘বাংলায় থাকার প্রথম শর্ত বাংলা শিখুন’, কোনোটায় আবার ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়’। একটাতে লেখা ‘বাংলাকে সম্মান করুন, নইলে বাংলা ছাড়ুন।’, লেখা আছে, ‘হিন্দি চাপিয়ে দেওয়া বন্ধ হোক’।

সামাজিক মাধ্যমে পোস্টারগুলো ইতোমধ্যে বিপুল প্রশংসা কুড়িয়েছে। অনেকেই দাবিগুলোর সঙ্গে সহমত পোষণ করেছেন। সূত্র: এই সময়

এসআর/জেআইএম

আরও পড়ুন