আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল
জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর চালানো এই হামলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানায়নি তারা।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেকক্রসের ফিলিস্তিন শাখা জানিয়েছে, ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ উল আজহা পালন করছেন। হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন।
#فيديو
— قناة فلسطين اليوم (@Paltodaytv) August 11, 2019
قوات الاحتلال تقتحم المسجد الأقصى وإطلاق قنابل الصوت ومواجهات عنيفة الان pic.twitter.com/R6oQsScyrU
Confrontations at Jerusalem's al-Aqsa Mosque Compound/Temple Mount related to reports that Israel would allow (but then barred) Jewish visitors today for Tisha B'av (marks destruction of the temple) which coincides w/Eid al-Adha (marks Abraham's willingness to sacrifice his son).
— Miriam Goldman Eps (@Miriam411) August 11, 2019
এসএ/এমএস