ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হলেন ম্যালকম টার্নবুল

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা ম্যালকম টার্নবুল। মঙ্গলবার গভর্নমেন্ট হাউজে শপথ নেন তিনি। দেশটির ২৯তম প্রধানমন্ত্রী হলেন তিনি। খবর-বিবিসির।

এর আগে লিবারেল পার্টির সংসদীয় দলের ভোটাভুটিতে হেরে যাওয়ায় দলের পদ ও প্রধানমন্ত্রীত্ব হারান টনি অ্যাবোট। ম্যালকম টার্নবুল ছিলেন টনি অ্যাবটের সরকারের যোগাযোগমন্ত্রী। সোমবারের ভোটাভুটিতে সদ্যসাবেক প্রধানমন্ত্রী টনি ১০ ভোটের ব্যবধানে ম্যালকমের কাছে হেরে যান। টনি পান ৪৪ ভোট। আর এর বিপরীতে ম্যালকম পেয়েছেন ৫৪ ভোট।

এ ব্যাপারে মঙ্গলবার টনি বলেছেন, এই অপসারণ সত্যিই কঠিন ছিল আমার জন্য। তবে পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার প্রতিজ্ঞা করেছি আমি।

এদিকে ম্যালকম টার্নবুল বলেছেন, একজন অস্ট্রেলীয় হিসেবে এ সময়টা আমার কাছে সত্যিই দারুন।

আরএস/এমএস