আগামীকাল ১ টাকা নিয়ে যাবেন : মৃত্যুর আগে আইনজীবীকে বলেন সুষমা
পরলোকে পাড়ি দিয়েছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মৃত্যুর ঘণ্টাখানেক আগে তিনি আইনজীবী হরিশ সালভের সঙ্গে কথা বলেন।
সুষমা বলেছিলেন, ‘বুধবার এসে কুলভূষণ মামলার পারিশ্রমিক ১ টাকা নিয়ে যাবেন। কিন্তু এরপরই সব অতীত হয়ে গেল।’
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ কথাগুলো বলতে বলতে শোকে ভেঙে পড়লেন কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে ভারতের এই আইনজীবী।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুষমার মৃত্যু খবর পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি আইনজীবী হরিশ সালভের।
প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘রাত ৮টা ৫০ মিনিটেও আমি ওনার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে একটা হৃদয়স্পর্শী কথোপকথন হয়। আমাকে বলেন, আসুন, আমার সঙ্গে দেখা করুন। মামলা জেতার জন্য আপনার প্রাপ্য এক টাকা দেব। আমি বলি, মূল্যবান পারিশ্রমিক গ্রহণ করতে অবশ্যই যাব। উনি বলেন, আগামীকাল ৬টার সময় আসুন।’
এখানেই শেষ নয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটেও টুইট করেন সুষমা। কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিপুপ্তি ঘটানোয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আমি সারাজীবন এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম।’
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা