ইরাকে দায়েশের বিরুদ্ধে ৩য় অভিযান : সন্ত্রাসমুক্ত ১৩ গ্রাম
ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবি দেশটির দক্ষিণাঞ্চলীয় নিনেভাহ প্রদেশে এক ডজনের বেশি গ্রাম সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করেছে। উগ্র গোষ্ঠী দায়েশের লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে হাশদ আশ শাবি যখন তৃতীয় পর্যায়ের সাড়াশি অভিযান শুরু করেছে।
হাশদ আশ-শাবির গণমাধ্যম বিভাগ আজ (সোমবার) বিবৃতিতে জানিয়েছে, ৪০তম ব্রিগেডের স্বেচ্ছাসেবী বাহিনী নিনেভাহ প্রদেশের আয়ান আল জায়েশ, মিশারিফি আরিশ,খিরবেত আল ইয়াজিদি, আলবু জারাদ এবং আয়ান আল বায়দাসহ ১৩টি গ্রাম দায়েশমুক্ত করতে সক্ষম হয়েছে।
এছাড়া ইরাকি সেনাবাহিনীর সহযোগিতায় হাশদ আশ শাবির ৪তম এবং ২৪তম ব্রিগেড রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং দিয়ালা প্রদেশের পূর্ব অংশে অবস্থিত মিকদাদিয়া শহরের উত্তর পূর্ব অংশে সন্ত্রাসীদের বহু ঘাঁটি ধ্বংস এবং ছয়টি বিস্ফোরক নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
আজ ইরাকের যৌথ কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরাকি বিমান বাহিনীর সহযোগিতায় হাশদ আশ শাবি, সেনাবাহিনী এবং পুলিশ পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে এবং উত্তরাঞ্চলীয় নিনেভাহ প্রদেশে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তৃতীয় পর্যায়ের উইল অব ভিক্টরি অভিযান শুরু করেছে।
সূত্র:পার্সটুডে/এমআরএম