মিসরে গাড়ি বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি
মিসরের রাজধানী কায়রোর মধ্যভাগে অবস্থিত ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বাইরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, যানজট থাকা সত্ত্বেও একটি প্রাইভেটকার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় অন্য তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা গটে।
মিসরের সরকারি কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিস্ফোরণ ঘটনাটি কোনো মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলা বলে অভিহিত করা হয়নি। ঘটনার তদন্ত শেষে তা বলা যাবে।
এসএ/পিআর