ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আবারও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ আগস্ট ২০১৯

ইসরায়েল আবারও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও ওই হামলায় ভয়াবহ কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর পার্স ট্যুডে।

ইসরায়েলের দখলীকৃত গোলান মালভূমির পাশে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের তাল বারিকা গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলের কোনো কর্মকর্তা।

সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অঞ্চল এখনও দখল করে রেখেছে ইসরায়েল। কুনেইত্রা প্রদেশটি মূলত গোলান মালভূমিরই অংশ। গোলান মালভূমির যে অংশটি সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে কুনেইত্রা তার অন্যতম।

ইসরায়েল গত কয়েক বছর ধরে প্রায়ই সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়ার অভিযোগ, তারা যেসব উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সে লড়াই বানচাল করার জন্য ইসরায়েল এসব হামলা চালিয়ে আসছে। যারা উগ্র সন্ত্রাসীদেরকে অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে তাদের মধ্যে ইসরায়েলও রয়েছে।

টিটিএন/এমকেএইচ

আরও পড়ুন