ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চিলিতে ৬.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০২ আগস্ট ২০১৯

চিলির উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে বৃহস্পতিবার আঘাত হানা ওই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ দশমিক ৫। এটি ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে।

চিলির জাতীয় জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্প থেকে কোন ক্ষয়-ক্ষতি বা হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি। তবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিভিন্ন সরকারি সংস্থা।

তবে নৌবাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোন আশঙ্কা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে দেশটিতে সুনামি আঘাত হানে।

টিটিএন/এমএস

আরও পড়ুন