১৩০ বছর বয়সে হজ করতে সৌদিতে
১৩০ বছর বয়সে হজে গিয়ে এ বছরের সবচেয়ে বয়স্ক হাজি হচ্ছেন ইন্দোনেশিয়ার নাগরিক উহি ইদ্রোস সামারি। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বুধবার সৌদি আরবে পৌঁছেন তিনি।
জেদ্দা বিমানবন্দরে সৌদি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং তার হাতে কিছু উপহার তুলে দেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই হাজির মেয়ে সাংবাদিকদের বলেন, তার বাবার দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন। এটাই তার বাবার প্রথম হজ।
এ বছর ইরানের সবচেয়ে বয়স্ক হাজির বয়স হচ্ছে ৯৯ বছর। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় গুলেস্তান প্রদেশের অধিবাসী। তবে তার নাম উল্লেখ করেনি ইরানের হজ সংস্থা।
এবারের হজে ইরান থেকে ১০৭ বছর বয়সী একজন অংশ নেবেন বলে এর আগে মক্কা থেকে ইরানের চিকিৎসক দলের প্রধান জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ওই ব্যক্তি হজে যাননি।
এসআইএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?