কুয়েতে হাত পা বেঁধে প্রবাসী বাংলাদেশিকে বেধড়ক মারপিট
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক বাংলাদেশির হাত-পা বেঁধে বেধড়ক মারপিটের পর তার কাছে থাকা টাকা ও আইডি কার্ড লুট করে নিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার কুয়েতি দৈনিক আল-রাইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এক বাংলাদেশিকে বেধড়ক মারপিটের পর তার কাছ থেকে ১০০ কুয়েতি দিনার (বাংলাদেশি প্রায় ২৭ হাজার ৭৪২ টাকা) ছিনতাই করেছে অজ্ঞাতনামা চার দুর্বৃত্ত। পুলিশ ওই দুর্বৃত্তদের ধরতে অভিযান পরিচালনা করছে।
পুলিশের কাছে দায়েরকৃত অভিযোগ বাংলাদেশি ওই প্রবাসী বলেছেন, তিনি কুয়েতের একটি পাবলিক পার্কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ চার দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে প্রচণ্ড মারধরের পর সঙ্গে থাকা আইডি ও একশ' কুয়েতি দিনার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে তার হাত ও পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পুলিশ সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
এসআইএস/এমএস