ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিসরে গুলিতে মেক্সিকান পর্যটকসহ নিহত ১২

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

মিসরে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পর্যটকদের গাড়িতে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ভুল করে ছোড়া গুলিতে মেক্সিকান পর্যটকসহ ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ মেক্সিকান ও মিসরীয় নাগরিক। রোববার পশ্চিমাঞ্চলীয় মরুভূমির ওয়াহাত এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও আল জাজিরার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় মরুভূমির ওয়াহাতের একটি সংরক্ষিত এলাকায় পর্যটকদের বহনকারী চারটি গাড়ি প্রবেশ করে। ওই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সময় ভুলবশত মেক্সিকোর পর্যটকদের বহনকারী চারটি পিক-আপ ট্রাকে গুলি ছোড়া হয়েছে।

এ ঘটনায় মেক্সিকো ও মিসরের ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নাইতো এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির দুই নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। মিসরে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জর্জ আলভারেজ ফুয়েনটেস স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন মেক্সিকোর পাঁচ নাগরিকের সঙ্গে কথা বলেছেন।

এসআইএস/এমএস