ইমরান খানকে পদত্যাগের আল্টিমেটাম
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার সরকারকে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে দেশটির রাজনৈতিক দল পাকিস্তান জামায়াতে উলামায়ে ইসলামের (জেইউআই) আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।
পাক প্রধানমন্ত্রী ইমরানকে আগামী আগস্টের মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছেন ইসলামপন্থী দলটির এই নেতা। রোববার কোয়েটায় দলের আয়োজিত ‘মিলিয়ন মার্চ’ নামক র্যালিতে বক্তব্য দেয়ার সময় এ আলটিমেটাম দেন তিনি।
জেইউআই প্রধান বলেন, কোয়েটায় মিলিয়ন মার্চ হলো আমাদের শেষ মিলিয়ন মার্চ। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হবে ইসলামাবাদ। ইমরানকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘যদি আগস্টের মধ্যে ইমরান খান পদত্যাগ না করে তাহলে অক্টোবরে গোটা দেশের মানুষ ইসলামাবাদ অভিমুখে মার্চ করবে।’
ইমরান সরকারের কড়া সমালোচনা করে বিরোধী দলীয় এ জোট প্রধান বলেন, ‘বিগত নির্বাচন যে কারচুপিতে ভরপুর ছিল, সেটা সবাই জানে। এখন নতুন নির্বাচন চায় পাকিস্তানের সব রাজনৈতিক দল। আগামী মাসের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। আর তা নাহলে ইসলামাবাদ মার্চ থেকে নিজেদের রক্ষা করতে পারবে না তারা।
জেইউআই আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেভাবে আমরা দেশকে বৃটিশদের থেকে স্বাধীন করেছি, একইভাবে আমরা এই (ইমরান খানের) সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করবো।
এসএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা