ইস্তাম্বুলে মাহাথির-এরদোয়ানের বৈঠক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সাক্ষাত করেছেন। ইস্তাম্বুলে দুই নেতা সস্ত্রীক বৈঠক করেন বলে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
আনাদোলু বলছে, মুসলিম বিশ্বের প্রভাবশালী ওই দুই নেতা একসঙ্গে তুরস্কের নিজস্ব প্রযূক্তিতে তৈরি আকাশযান বয়কর পরিদর্শনে যান। এসময় তাদের সঙ্গে ছিলেন দুই দেশের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান এবং সিতি হাসমাহ মোহাম্মদ আলি।
আনাদোলু জানিয়েছে, সকালের নাস্তা করেই দুই নেতা ইস্তাম্বুলের হাদিমকো জেলায় বয়কর উৎপাদন প্রকল্প পরিদর্শনে যান। এসময় সেখানে তাদের সঙ্গে ছিলেন তুর্কি শিল্প ও প্রযূক্তি বিষয়ক মন্ত্রী মুস্তাফা ভারাঙ্ক। তবে সেখানে সংবামাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির তুরস্কের প্রতিরক্ষা শিল্পের তুর্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিজ বা তুসাসের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। মাহাথির মোহাম্মদের জন্য আকাশযান আঙ্কা, হেলিকপ্টার আতাক এবং বিমান হুরকুসের মাধ্যমে মহরার আয়োজন করে তুর্কি কর্তৃপক্ষ।।
প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে গত ২৪ জুলাই তুরস্ক সফরে আসেন মাহাথির মোহাম্মদ। গত ২৫ জুলাই এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, তারা তুরস্ক এবং মালয়েশিয়ার দ্বি-পাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, ডি-৮ জোটভুক্ত এই দুই মুসলিম দেশ দীর্ঘদিনের কৌশলগত মিত্র।
এসএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার