কুয়েতে পবিত্র ঈদুল আজহা ১১ আগস্ট
আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির আবহাওয়া অধিদফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কুয়েতের আবহাওয়াবিদ আদেল আল সাদোন কুনাকে বলেছেন, দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ১১ আগস্ট (রোববার)। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদুল আজহা পালন করা হতে পারে।
তিনি বলেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।
আরও পড়ুন > পশ্চিমবঙ্গে সাদা রঙের বিরল সাপ উদ্ধার
এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২২ জুলাই থেকে সৌদি স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ১৭ আগস্ট ৯ দিনের ছুটি পালন করবে স্টক এক্সচেঞ্জ।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এ উৎসব বাংলাদেশে পালিত হয়।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা