ভারতে ছেলেধরা সন্দেহে কংগ্রেসের ৩ নেতাকে গণপিটুনি
ভারতের মধ্যপ্রদেশে ছেলেধরা সন্দেহে আটকের পর দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের তিন নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তাদের গাড়িও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বেতুল জেলার নাভালসিন গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ওই তিন কংগ্রেস নেতা হলেন, ধর্মেন্দ্র শুক্লা, ধার্মু সিংহ এবং ললিত বারাসকর।
গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশ জুড়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যে বেতুলে ওই তিন কংগ্রেস নেতাকে পেটানো হয়েছে, সেখানেও এর আগে দুই ব্যক্তি ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন বলে আনন্দবাজার জানিয়েছে। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছিল।
সম্প্রতি তারা খবর পান, বৃহস্পতিবার রাতে বেতুলে কয়েকজন ছেলেধরা ঢুকতে পারে। গ্রামবাসীরা তাদের ধরতে আগে থেকে তাই ফাঁদ পেতে রেখেছিলেন। বেতুলের নাভালসিন গ্রামে ঢোকার মূল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেন তারা। তারপর আশেপাশে লুকিয়ে পড়েন। যাতে ছেলেধরা গ্রামে ঢুকতে গেলে তাদের সহজে ধরে ফেলতে পারেন; এমনই পরিকল্পনা ছিল।
দুর্ভাগ্যক্রমে এই রাতে তিন কংগ্রেস নেতা গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে দেখে তাদের মনে হয়েছিল, ডাকাতির উদ্দেশে হয়তো এ রকম করা হয়েছে। এজন্য তড়িঘড়ি গাড়ি ঘুরিয়ে চলে যেতে চান তারা।
কিন্তু সেই সময় গ্রামবাসীরা তাড়া করে তাদের ধরে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই তাদের তিনজনকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন উত্তেজিত গ্রামবাসী। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ওই তিন কংগ্রেস নেতা বেতুল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এসআইএস/এমকেএইচ