মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, আটকা শতাধিক
ভারতের মুম্বাই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমটিএনএল নামক একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে শতাধিক মানুষ ভেতরে আটক রয়েছেন। শহরের বান্দ্রা এলাকায় অবস্থিত ওই ভবনের আগুন নেভানোর জন্য কাজ করছে স্থানীয় দমকল বাহিনীর বেশকিছু ইউনিট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, মহানগর টেলিফোন নিগাম লিমিটেড (এমটিএনএল) ভবনে সোমবার বিকেলে আগুন লাগে। বিভিন্ন তলায় থাকা আতঙ্কিত মানুষের অনেকে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, দমকল বাহিনী (ফায়ার সার্ভিসের) মোট ১৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছেন। ভেতরে আটক মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছেন তারা। তবে ভবনে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
এমটিএমএলের বহুতল ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগে বলে জানিয়েছে দমকল বাহিনী। তবে এখনও কেনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের আগে ভবন থেকে বৈদ্যুতিক তার পোড়ার গন্ধ পাওয়া গেছে।
এসএ/জেআইএম