প্রিয়াঙ্কার পর বিমানবন্দরে তৃণমূল সাংসদরা আটক
কংগ্রেস সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার উত্তরপ্রদেশের বারানসী বিমানবন্দরে আটকানো হলো ডেরেক ও ব্রায়েনসহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে। সম্প্রতি বারানসীর সোনভদ্রায় জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হন। গতকাল শুক্রবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, শনিবার তৃণমূলের প্রতিনিধি দল বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। এ বিষয়ে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এমনটা করা হয়েছে।’ তৃণমূলের প্রভাবশালী নেতা ডেরেক ও ব্রায়েন এক ভিডিও বার্তায় তাদের আটকের কথা জানান।
ডেরেক ও ব্রায়েন বলেন, ‘তৃণমূল কংগ্রেসদলীয় সাংসদদের বারানসী বিমানবন্দরে আটক করা হয়েছে। তবে কোন আইনে আমাদের আটক করা হলো তা স্পষ্ট করে জানায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, তারা শুধু উপরের নির্দেশ মেনে কাজ করেছেন।’
আরও পড়ুন> আলো-পানি বন্ধ, রাত কাটল আটক প্রিয়াঙ্কার
বিমানবন্দরে আটক তৃণমূল সাংসদদের পক্ষে করা ওই টুইটে আরও জানানো হয়, ‘আমরা সোনভদ্রায় সহিংসতার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। পাশাপাশি নিহতদের পরিবারের পাশেও দাঁড়াতে চেয়েছিলাম আমরা। কিন্তু তা করতে দেয়া হচ্ছে না।’
পরে এনডিটিভিকে ওই তৃণমূল নেতা জানান, তাদের বিমানবন্দর থেকে একটি অতিথি নিবাসে নিয়ে যাওয়া হবে জানতে পেরছে তারা। ‘কিন্তু আমরা কোনো অতিথি নিবাসে যেতে চাই না। আমরা আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চাই। এটা কোনোভাবেই ১৪৪ ধারা লঙ্ঘন করবে না কেননা আমাদের এই প্রতিনিধি দলে খুব কমসংখ্যক লোক রয়েছে।’
আরও পড়ুন> প্রিয়াঙ্কা গান্ধী আটক
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও গতকাল শুক্রবার সোনভদ্রার ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে আটক করে পুলিশের হেফাজতে নিয়ে মির্জাপুর নামক এলাকার একটি গেস্ট হাউজে রাখা হয়। অবশ্য আজ শনিবার গেস্ট হাউজে এসে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
গত বুধবার সোনভদ্রার একটি গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত এবং ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়। অভিযোগ ওঠে, স্থানীয় এক রাজনৈতিক নেতা তার দলবল নিয়ে জমি দখল করতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকদের ওপর গুলি চালায়।
Video message from Trinamool delegation who have been detained/arrested (they still haven’t been told why!) at Varanasi airport tarmac. They were on their way to meet the injured in hospital and meet & give confidence to the grieving families in #Sonbhadra
— All India Trinamool Congress (@AITCofficial) July 20, 2019
Watch>> pic.twitter.com/1cSjPfZ7cT
এসএ/এমকেএইচ