ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আত্মহত্যা করে অনলাইন গেম ‘জিতল’ তরুণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২০ জুলাই ২০১৯

বর্তমান সময়ে অনলাইন গেম বেশ জনপ্রিয়। বিশেষ করে ‘শিক্ষিত’ তরুণরা এর ভক্ত। তবে জনপ্রিয় এসব গেমের ভয়ঙ্কর দিক হলো, সব স্তর অতিক্রম করতে এর আগে অনেকে আত্মহত্যা করেছেন। ঠিক তেমনি ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক তরুণ একটি অনলাইন গেম জিততে আত্মহত্যা করেছেন।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বুধবার সন্ধ্যায় দিবাকর মালি নামে ২০ বছর বয়সী এক শিক্ষার্থী আত্মহত্যা করে। তার বাড়ি মহরাষ্ট্রের শহরের লোনিখন্ড এলাকায়।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করার আগে দিবাকর একটি চিরকুট রেখে যায়। যাতে লেখা ছিল, ‘খাঁচায় থাকা ‘‘ব্ল্যাক প্যান্থার’’ এখন মুক্ত। আর কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। সমাপ্ত।’

ওই কর্মকর্তা আরও জানান, নিজেকে ‘কালো চিতা’ হিসেবে উল্লেখ করাটা অনলাইন গেমটিতে তার কাজ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইংরেজি ও মারাঠি ভাষায় হাতে লেখা চিরকুটটিতে একটি কালো চিতাবাঘের ছবিও আঁকা ছিল। ছবির নিচে লেখা, ‘সূর্য আবারও উজ্জ্বলতা ছড়াবে।’

পরিবার এবং প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, ব্লু হোয়েলের মতো একটি আত্মঘাতী অনলাইন গেমে আসক্ত ছিল দিবাকর। যার মাধ্যমে ধাপে ধাপে প্ররোচিত করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়। ধারণা করা হচ্ছে, গেমের কোনো ধাপ শেষ করতে গিয়েই তিনি গলায় দড়ি দিয়েছেন।

সন্তানের অনলাইন গেমে আসক্তির কথা নিশ্চিত করে দিবাকরের মা বলেন, ‘সব মা–বাবার কাছে আমার আবেদন, সন্তানদের অবাধে মোবাইল ব্যবহার করতে দেবেন না। আমি আমার ছেলে হারিয়েছি, আর কোনো মা–বাবার বুক যেন এভাবে খালি না হয়।’

এসএ/এমকেএইচ

আরও পড়ুন