জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগ : নিহত ১২
জাপানের কিয়োটো শহরের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ওই অ্যানিমেশন স্টুডিওতে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এক ব্যক্তি কিয়োটো অ্যানিমেশন কো স্টুডিওতে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।
এক সন্দেহভাজনকে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তাকেও আহতদের সঙ্গে হাসপাতালে নেয়া হয়েছে।
কিয়োটো পুলিশের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এক ব্যক্তি তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করায় আগুন ধরে যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনেই কিয়োটো অ্যানিমেশন কো স্টুডিও অবস্থিত।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা