ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রেনে চড়ে কোথায় যাচ্ছে বানর?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৬ জুলাই ২০১৯

হেঁটে বা লাফিয়েই এখানে সেখানে যায় বানর। তাদের কোন যানবাহনের প্রয়োজন হয় না। কিন্তু সম্প্রতি ভারতের হাওড়া স্টেশনে একটি ট্রেনে করে যাতায়াত করতে দেখা গেছে একটি বানরকে। প্রচণ্ড গরমে হয়তো তার হাঁটতে কষ্ট হচ্ছিল। সে কারণেই না হেঁটে সোজা উঠে পড়েছিল ট্রেনে। মানুষের সঙ্গে ট্রেনের সিটে বসেই যাত্রা করল সে।

monkey1.jpg

এমন দৃশ্য কেউ আগে দেখেনি। প্রতিদিন কত শত যাত্রী ট্রেনে করে যাওয়া আসা করেন। কিন্তু এমন এক যাত্রীকে দেখে একটু অবাকই হলেন অন্য যাত্রীরা। হাওড়া স্টেশন থেকেই যাত্রা শুরু করেছিল বানরটি।

তবে অন্যদের খুব একটা জ্বালাতন করেনি ওই বানর। চুপচাপ বসে ছিল ট্রেনে। অন্যরাও তাকে নিয়ে খুব একটা ব্যতিব্যস্ত ছিলেন না। তবে সহযাত্রীরা অনেকেই ছবি তুলতে ভুললেন না।

monkey1.jpg

নিজের গন্তব্যে আসতেই আবার সিট থেকে উঠে পড়ল। গুটিগুটি পায়ে এগিয়ে গেল দরজার দিকে। কাউকে ভয় দেখায়নি সে। পুরো যাত্রাপথেই শান্তি বজায় রেখেছে। তাকে দেখে মনে হয়েছে সে এভাবে ট্রেনে চড়ে বেস অভ্যস্ত।

টিটিএন/এমএস

আরও পড়ুন