তীব্র কম্পনে কেঁপে উঠল বালি
আবারও ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে স্থানীয় সময় মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।
তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন এবং সেখানে ঘুরতে আসা পর্যটকরা। আতঙ্কে তারা বিভিন্ন ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
ওই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও এই ভূমিকম্প থেকে কোন সুনামি সতর্কতা জারি করেনি।
বালির রাজধানী দেনপাসার থেকে ১০২ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১শ কিলোমিটার। প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
মাত্র দু'দিন আগেই শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল ইন্দোনেশিয়ায়। রোববার পূর্বাঞ্চলীয় মোলুকাসের টার্নেট শহরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা