৭৫ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া ওয়ালেট
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বাস করেন ৮৯ বছর বয়সী বৃদ্ধা বেটে জুন সিসম। তিনি যখন স্কুলে পড়তেন সে সময় স্কুলের পরিচয়পত্রসহ তার ওয়ালেটটি হারিয়ে যায়। সেই ঘটনার ৭৫ বছর পর সম্প্রতি সেই হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরে পেলেন ওই নারী। অপ্রত্যাশিতভাবে সেই ওয়ালেটটি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার স্কুল জীবনের স্মৃতিও ফিরে পেলেন।
বর্তমানে চেস্টারফিল্ডে থাকলেও স্কুল জীবনে সিসম থাকতেন সেন্ট্রালিয়ায়। তিনি পড়াশোনা করতেন ওল্ড সেন্ট্রালিয়া হাই স্কুলে। সে সময়ই হারিয়ে যায় তার ওয়ালেটটি। সম্প্রতি পরিচর্যার জন্য সেই স্কুল বিল্ডিং মেরামতির কাজ শুরু হয়েছে। এই কাজ করতে গিয়েই পাওয়া যায় সিসমের ওয়ালেটটি।
ওই স্কুলের সেথ বাল্টজেল জানিয়েছেন, সিসমসহ আরও ১৪ জনের ওয়ালেট পাওয়া গেছে। ওয়ালেটগুলো খুঁজে পাওয়ার পর সেগুলোর ছবি ফেসবুকে পোস্ট করেন বাল্টজেল। পরে তিনি নিজেই যোগাযোগ করেন সিসমের বাড়ির লোকজনের সঙ্গে। তারপর তার হাতে ফিরিয়ে দেন সেই ওয়ালেট।
হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরে পেয়ে বেশ খুশি সিসম। তিনি বলেন, স্কুল পড়ার সময় লাল রঙের ওয়ালেট হারিয়ে যাওয়ার কথা আমার এখনও মনে আছে। কিন্তু সেই ওয়ালেট ফিরে পাওয়ার আশা আমি আর করিনি। তাই স্কুল জীবনের ওয়ালেট ফিরে পেয়ে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?