ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাষ্ট্রীয় সফরে ইরাকের প্রধানমন্ত্রী তেহরানে

প্রকাশিত: ০৬:৪০ এএম, ২১ অক্টোবর ২০১৪

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি রাষ্ট্রীয় সফরে ইরানের রাজধানী তেহরানে গিয়েছেন। গত মাসের ৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তেহরান সফরে এসেছেন হায়দার আল-আবাদি। তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের আরব ও  আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ান।

শক্তিশালী একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী এবং এ সফরকালে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের উদ্দেশে ইরাক ত্যাগের আগে দেয়া বিবৃতিতে আবাদি বলেছেন, আইএসআইএল’ বিরোধী অভিযানে ইরানের সমর্থনকে সমন্বয়ের বিষয়টি তার আলোচ্য সূচিতে রয়েছে।

তেহরান-বাগদাদ সম্পর্ককে স্বাগত জানিয়ে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ হলো ইরান। জ্বালানি, গৃহায়ন এবং ইরাক পুনর্গঠনের বিষয়ে আরো ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।