ফিলিপাইনে ভূমিকম্পে আহত ৫১
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫১ জন আহত হয়েছে। ভূমিকম্পে বেশ কিছু বাড়ি-ঘর, গির্জা এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার সুরিগাও দেল সুর প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। ভূমিকম্পটি মিনদানাও দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যারাসকাল শহর থেকে ৯কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল বলছে, ভূমিকম্পে কমপক্ষে পাঁচটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, উপকূলীয় শহর লানুজা এবং কারমেনে কমপক্ষে দু'টি গির্জা, বেশ কিছু বাড়ি-ঘর এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। মাদ্রিদ শহরের পুলিশ প্রধান উইলসন উনানিটে বলেন, ভূমিকম্পে আতঙ্কিত লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে দৌড়ে পালাচ্ছিলেন। দেয়াল ধসে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। ওই শহরটি ভূমিকম্পের উপকেন্দ্রের কাছেই অবস্থিত।
টিটিএন/জেআইএম