ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘জয় শ্রীরাম’ নিয়ে অমর্ত্য সেনের বক্তব্যের ব্যানার কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ১৩ জুলাই ২০১৯

ভারতে বিজেপির ‘জয় শ্রীরাম’ র পালটা হিসেবে ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’ স্লোগান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।

এই ইস্যুতে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্য লেখা ব্যানার লাগানো হয়েছে কলকাতায়। ব্যানারে অমর্ত্য সেনের ছবিও দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমন ব্যানার কারা লাগিয়েছে, তা জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা অমর্ত্য সেনকে সমর্থন করি। এই ব্যানার সাধারণ মানুষই লাগিয়েছে।’

গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অর্মত্য সেন।

সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয় শ্রীরাম’ যে প্রাচীনকাল থেকে স্লোগান বাঙালি সমাজের, এমনটা তো শুনিনি। বরং আমার মনে হয় এই শব্দ ইদানীংকালের আমদানি।’

তিনি আরও বক্তব্য, ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে মারধর করাটাও বাংলার সংস্কৃতি নয়। বরং এখানে মা দুর্গার প্রভাব-প্রতিপত্তি অনেক বেশি।

অমর্ত্য সেন বলেন, ‘এখন শুনছি বাংলায় রামনবমী খুব হচ্ছে। আগে এত হতো বলে শুনিনি। সেদিন আমার চার বছরের নাতনিকে জিজ্ঞেস করলাম, টিভিতে যা দেখো, তোমরা সবচেয়ে কাকে ভালো লাগে? ও বলল, মা দুর্গা। ঠিকই বলেছে, এ বাংলায় মা দুর্গার যা প্রতিপত্তি, তার সঙ্গে রামনবমীর তুলনা চলে না।’

‘জয় শ্রীরাম’ স্লোগানের এই বিরোধিতার করায় নোবেলজয়ী অর্থনীতিবিদকেও ছাড় দেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, ‘অমর্ত্য সেনদের কথা শোনার মতো লোক নেই। শুনলে নির্বাচনে এই ফল হতো না। মানুষ দু’হাত তুলে ‘জয় শ্রীরাম’ বলছে। সারা ভারতেই মানুষ যা বলছে, বাংলাও তার বাইরে নয়।’

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অভাবনীয় ফল করে বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের সামনেও ওই স্লোগান দিয়েছিলেন বিজেপি সমর্থকরা।

জেডএ/জেআইএম

আরও পড়ুন