গাড়ির বদলে বাইসাইকেল চালালেই ফ্রিতে মিলবে বিয়ার
গাড়ির বদলে বাইসাইকেল চালালেই ফ্রিতে পাওয়া যাবে বিয়ার। অদ্ভুত এই নিয়ম চালু করেছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়া।
এজন্য ব্যবহার করা হচ্ছে বেলা মোসা (গুড জব) নামের একটি অ্যাপ। দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পরিবেশবান্ধব যান ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করতে অভিনব এই উদ্যোগ নিয়েছে বোলোনিয়ার স্থানীয় প্রশাসন।
এছাড়াও এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বোলোনিয়ার ১০০টিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। দিনের যে কোনো সময় এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাপ ব্যবহারকারী নিতে পারবেন তার পুরস্কারের বিয়ার।
এছাড়া মজার কিছু প্রতিযোগিতার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে নিজের পরিবেশবান্ধব ভ্রমণের অগ্রগতি তুলনার সুযোগও রয়েছে এই কর্মসূচির আওতায়।
এর মাধ্যমে দূষণ অনেক কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। গাড়ির বদলে বাইসাইকেল চালানো স্বাস্থ্যের জন্যও অনেক ভালো।
টিটিএন/এমকেএইচ