ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোনিয়া-রাহুল দেশ ছাড়তে চাচ্ছেন : অর্জুন সিং

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৮ জুলাই ২০১৯

লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতার দায় নিয়ে দলের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে আসন খুইয়ে তৃণমূলের শিবিরে বাড়ছে চাপ। এই দুই নিয়েই তোপ দাগলেন বিজেপি নেতা অর্জুন সিং।

লোকসভার বারাকপুর আসনের বিজেপি সাংসদ অর্জুনের দাবি, ‘কংগ্রেস সভাপতি এখন আর সভাপতি হতে চাচ্ছে না কারণ তিনি দেশেই থাকতে চাচ্ছেন না। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন।’

বিজেপির এক অনুষ্ঠানে অর্জুন কটাক্ষ করে বলেন, ‘পিসি-ভাইপো (মমতা-শোভণ) প্রাইভেট লিমিটেড কোম্পানি ও আর বেশিদিন নেই। আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে পিসি-ভাইপো ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ উঠে যাবে। দেশ ছেড়ে ওরা (রাহুল-সোনিয়া) চলে যাবে। তাদের পালাবার সময় এসে গেছে।’

তিনি আরও বলেন, ‘ওই বাড়ির (মমতার বাড়ি) বৌমা স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পড়ছে। যে মামলা এখনও আদালতে চলছে। তৃণমূলের নেতাদের সবাইকে জেলে যেতে হবে। কোনও মিথ্যা মামলা দিয়ে নয়। সঠিক মামলায়, সারদা, নারদ, প্রয়াগ, রোজভ্যালি সব চিটফান্ড কোম্পানির সঙ্গে তৃণমূল নেতাদের নাম জড়িত। সবাইকে জেলে থাকতে হবে।’

তিনি দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশ আর গুন্ডা দিয়ে চালাতে চাইছে। যদি পুলিশ আর গুন্ডা দিয়ে সরকার চলত, তবে পাকিস্তানে ক্ষমতার পরিবর্তন হত না। পুলিশ আর গুন্ডা দিয়ে এই সরকার টিকিয়ে রাখা যাবে না। উনি (মমতা) মূর্খের স্বর্গে বাস করছেন।’

রোববার রাতে বিজেপির ওই অনুষ্ঠান ছিল মূলত অন্য দল থেকে বিজেপিতে আনুষ্ঠানিক যোগ দেয়া নিয়ে। সেদিনের ওই অনুষ্ঠানে কয়েক শত অরাজনৈতিক ব্যাক্তি এবং তৃণমূল, বাম এবং কংগ্রেস সমর্থকরা বিজেপিতে যোগ দেন।

সূত্র : কলকাতা ২৪

এসএ/এমএস

আরও পড়ুন