ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৮ মিনিটে দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঘটনার পর পরই সুনামি সতর্কতা জারি করেছে দেশেটির আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূ-পৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। উত্তর সুলোওয়েসি থেকে উত্তর উত্তর মালুকুর মাঝে মোলুক্কা সমুদ্রে এটি সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া যায়নি।
ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত ২৪ জুন দেশটিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার কম্পনের তীব্রতা ছিল ৭.৫।
গত বছরের সেপ্টেম্বরে দেশটির সুমাত্রার পাশে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এরপর সুনামিতে অন্তত ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠিতে ভারতের ‘নো কমেন্ট’
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা