বিয়ে আটকাতে গিয়ে প্রেমিকার বাড়ির লোকজনের মারধরে মৃত্যু
প্রেমের মূল্য দিতে গিয়ে প্রাণ দিতে হলো প্রেমিককে। প্রেমিকার বাড়ির লোকজনের মারধরে মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পাণ্ডুয়ায়।
প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। বিয়ে আটকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন হুগলির পাণ্ডুয়ার মহাদেবপুরের যুবক মিরাজ মুহাম্মদ। প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন মিরাজ। কিন্তু তার ফল হলো মর্মান্তিক।
মিরাজের অনুরোধ শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠে প্রেমিকার পরিবারের লোকজন। তারা বেধড়ক মারধর করে মিরাজকে। মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মিরাজ। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসাকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
মিরাজের প্রতিবেশীদের অভিযোগ, ছেলে-মেয়ে দুজন দু’জনকে ভালোবাসতো। কিন্তু মেয়ের বাবা বিয়ে দিতে রাজি নন। ছেলে মেয়ের বাড়িতে দু-একবার বিয়ের কথা বললেও মেয়ের বাড়ির লোকজন তার অন্যত্র বিয়ে ঠিক করে। সেসব শুনে ফের মেয়ের বাড়িতে যায় মিরাজ। তার পরেই মেয়ের বাবা ও অন্যান্য লোকজন মিরাজকে ধরে মারধর করে। মার খেয়েই তার মৃত্যু হয়েছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা