ফ্লোরিডার শপিং সেন্টারে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্লান্টেশন সিটির একটি শপিং সেন্টারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণে প্রায় ২২ জন আহত হয়েছে। তাদের হাসপাতলে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে এদের মধ্যে কারো অবস্থায়ই আশঙ্কাজনক নয়। ভয়াবহ ওই বিস্ফোরণের পর পুলিশ কর্মকর্তা জেসিকা রিয়ান রয়টার্সকে জানিয়েছেন, এই মুহূর্তে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Debris everywhere following gas explosion in Plantation; University Drive is closed. pic.twitter.com/QxVvj0Mrkt
— Steven Cejas (@StevenCejas) July 6, 2019
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে কাছাকাছি একটি জিম এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত যানবাহন এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।
বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে পুলিশ। এ সময় ওই এলাকা এড়িয়ে চলতে লোকজনকে পরামর্শ দেয়া হয়েছে। ওই এলাকায় অনুসন্ধানী কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে ফেটে যাওয়া গ্যাসের লাইন পাওয়া গেলেও কীভাবে ওই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।
টিটিএন/জেআইএম