ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের কারাগারে আটক ২৬১ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০২ জুলাই ২০১৯

পাকিস্তানের কারাগারে ২৬১ জন ভারতীয় বন্দি রয়েছেন। ওই বন্দিদের একটি তালিকা তৈরি করেছে পাক সরকার। সেই তালিকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৮ সালের ২১ মে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতেই এই নথি প্রকাশ করেছে তারা। সেখানে বন্দি ভারতীয়দের মধ্যে ২০৯ জনই কারাগারে আছেন।

মাছ ধরতে গিয়ে তারা ভুল করে পাকিস্তানের জল সীমানায় ঢুকে পড়েছিল। আর সেখান থেকেই তাদের আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।

তবে ওই চুক্তি অনুযায়ী ভারতকেও জানাতে হবে যে, কতজন পাকিস্তানি ভারতের কারাগারে বন্দি রয়েছে। দুই দেশকেই বছরে দু'বার এই তথ্য একে অপরকে জানাতে হয়।

চুক্তি অনুযায়ী, জানুয়ারির ১ তারিখ ও জুলাই মাসে তারা এই নথি একে অপরের কাছে প্রকাশ করে। এরপর দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বন্দিদের মুক্তির জন্য চেষ্টা চালানো হয়।

টিটিএন/এমএস

আরও পড়ুন