ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গরুর মাংস বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:০৭ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

ভারতের মুম্বাইয়ে জৈন উৎসব চলাকালীন গরুর মাংস বিক্রির ওপর চারদিনের নিষেধাজ্ঞা জারি করে বিতর্কের মুখে পড়েছে মহারাষ্ট্র প্রশাসন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বুধবার জম্মু-কাশ্মীরের হাইকোর্ট একটি নিষেধাজ্ঞা জারি করেছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, রাজ্যের কোথাও গরুর মাংস বিক্রি করা যাবে না। একই সঙ্গে এই নির্দেশিকা যথাযথভাবে পালনেরও নির্দেশ দেয়া হয়েছে।

জম্মু-কাশ্মীর হাইকোর্ট বুধবার এক মামলার শুনানি চলাকালীন এই রায় ঘোষণা করেন। ওই মামলায় গরুর মাংস বিক্রি ও খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছিল। যদিও বুধবার আদালতের এই রায়ের পরও বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের সমস্ত গরুর মাংস বিক্রির দোকান খোলা ছিল।

তবে আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি এখনো কোনো  প্রতিক্রিয়া জানায়নি।

জম্মু-কাশ্মীরে অধিকাংশ জনসাধারণই ইসলাম ধর্মের এবং গরুর মাংস খান। এর আগে হরিয়ানা ও মহারাষ্ট্র সরকার গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

এসআইএস/আরআইপি