ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রোগীকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১০ এএম, ৩০ জুন ২০১৯

অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে যাই আমরা। চিকিৎসকদের সেবা-যত্নে ভালো হয়ে উঠি। কিন্তু যেখানে সুস্থ হওয়ার জন্য যাওয়া হচ্ছে সেখানকার লোকজনই যদি সেবার বদলে উল্টো খারাপ আচরণ করেন তাহলে অসুস্থ রোগীরা কোথায় যাবেন?

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষ বসু মেডিকেল কলেজের চিকিৎসক ও অন্য কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতা ও সংবেদনশীলতার অভাব দেখা গেছে।

হাসপাতালের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের কর্মচারীরা হাসপাতালের এক রোগীকে মাটিতে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন।

একজন রোগীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় একাধিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অভিযুক্ত তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন