সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করে তোপের মুখে নেদারল্যান্ডসের রানী
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। জাপানে জি-২০ সম্মেলনের ফাঁকে যুবরাজের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা না করায় তোপের মুখে পড়েছেন রানী।
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করেছেন জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড। বৈঠকে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথা না বলায় রানী ম্যাক্সিমাকে যুবরাজের অপকর্মের সঙ্গী বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার ডাচ দৈনিক আলগিমিন ড্যাবল্যাডকে ক্যালামার্ড বলেন, আপনি যদি কথা না বলেন, ন্যায় বিচারের দাবি না করেন; তাহলে এতে বোঝা যায় যে, আপনার কোনো উদ্বেগ নেই।
আরও পড়ুন : রেভ পার্টির নামে দেহ ব্যবসা, ৭ বলিউড অভিনেত্রী আটক
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে গিয়ে জাতিসংঘের বিশেষ এই দূত সৌদি যুবরাজের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত তার এই তদন্ত প্রতিবেদন চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত হয়।
এতে তিনি বিচারবহির্ভূত উপায়ে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে সৌদি আরব দায়ী বলে তদন্ত প্রতিবেদনে মন্তব্য করেছেন তিনি।
সৌদির রাজপরিবারের উপদেষ্টা থেকে সমালোচক বনে যাওয়া নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন। তুরস্ক বলছে, সৌদি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাঠানো একদল ঘাতক জামাল খাশোগিকে হত্যা করেছে।
প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বৈশ্বিক প্রচণ্ড চাপের মুখে খাশোগিকে হত্যার অভিযোগ স্বীকার করে সৌদি। তবে তার মরদেহের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এসআইএস/এমএস