ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তিনতলা থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাল কিশোর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৮ জুন ২০১৯

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ফিউজি জাব্বাত (১৭)। হঠাৎ উপরের দিকে তাকাতেই সে দেখল ওই আবাসনের তিনতলার একটি জানলা দিয়ে ঝুঁকে পড়েছে একটি বাচ্চা মেয়ে। শিশুটির বয়স আনুমানিক দুই বছর।

বাচ্চাটি পড়ে যাবে বলে যখন তিনি চেঁচিয়ে ওই আবাসনের অন্যদের সাবধান করতে গেলেন, ঠিক তখনই তিনতলা থেকে পড়ে গেল বাচ্চাটি। মুহূর্তের মধ্যেই পড়ে যাওয়া শিশুটিকে ধরে ফেলেন তিনি। তাই তিনতলা থেকে পড়ে গিয়েও কোনও আঘাত লাগেনি বাচ্চাটির।

শিশুটি মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলার এই ঘটনা ধরা পড়েছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে।

এই ঘটনা ইস্তাম্বুলের যেখানে ঘটেছে সেখানকার একটি ওয়ার্কশপেই কাজ করেন জাব্বাত। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা জাব্বাতের প্রশংসায় পঞ্চমুখ। সবার মুখে একটাই কথা, জাব্বাত না থাকলে বাচ্চাটির কী অবস্থা হতো?

টিটিএন/এমএস

আরও পড়ুন