ইয়েমেনে আইএস নেতাকে আটকের দাবি সৌদির
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ইয়েমেন শাখার এক নেতাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের বিশেষ বাহিনী। মঙ্গলবার ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য নিশ্চিত করেছে।
জোটের বরাত দিয়ে সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, গত ৩ জুন সৌদি এবং ইয়েমেনি বাহিনী একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই নেতাদের আটক করে। আইএসের নেতা আবু ওসামা আল মুহাজের, দলটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, সেখানে ১০ মিনিটের ওই অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও টেলিযোগাযোগের বেশ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই বাড়িতে তিন নারী এবং আরও তিন শিশু ছিল। কিন্তু অভিযানে কোন বেসামরিকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ বাহিনীর এই অভিযানটিকে ইয়েমেনে আইএসের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে সহযোগিতা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
টিটিএন/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা