ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে জেএমবির ৪ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৫ জুন ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা এবং হাওড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

গ্রেফতার হওয়াদের মধ্যে তিনজনই বাংলাদেশি নাগরকি। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে শিয়ালদা স্টেশনের পার্কিং লটের কাছ থেকে দু'জনকে গ্রেফতার করা হয়।

এরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটক হওয়াদের কাছ থেকে জিহাদ সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজসহ মোবাইলফোন, বই, নথি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে হাওড়া স্টেশনেও একইভাবে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ায় আটক হওয়াদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং আরেকজন বীরভূমের বাসিন্দা।

তাদের কাছ থেকেও জিহাদ সংক্রান্ত বই, নথি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আটক হওয়া তিন বাংলাদেশি টাকা জোগার এবং নতুন সদস্য নিয়োগের লক্ষ্যেই কলকাতায় এসেছিল। তাদের জেরা করা হচ্ছে।

টিটিএন/এমকেএইচ

আরও পড়ুন