হটডগ খেতে গিয়ে বাবা-মায়ের সামনেই ছেলের মৃত্যু
পরিবারের সদস্যদের সামনেই করুণ মৃত্যু হলো আট বছর বয়সী এক শিশুর। গ্র্যান ক্যানেরি দ্বীপের পূর্বাঞ্চলীয় তেলদে শহরে হটডগ খাওয়ার সময় মৃত্যু হয় তার।
ঐতিহ্যবাহী একটি উৎসব উপলক্ষে ক্যানেরি দ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিল আট বছর বয়সী ছোট্ট ছেলেটি। সেখানেই রোববার সকালে গলায় হটডগ আটকে মারা যায় সে।
স্পেনের নাগরিক ওই শিশুটি তার পরিবারের সঙ্গে জনপ্রিয় সান জুয়ান উৎসবে যোগ দিয়েছিল। বীচের একটি বারে হটডগ খাচ্ছিল সে। কিন্তু খাওয়ার সময়ই তার হেচকি উঠতে থাকে।
জরুরি সেবার কর্মীরা আসার আগে তার পরিবারের সদস্যরা এবং ওই বারের অন্যান্য ক্রেতারা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।
ওই শিশুটির মৃত্যুতে তার বাবা-মা শোকাহত হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হটডগে কামড় দেয়ার পর থেকেই হেচকি ওঠতে থাকে শিশুটির। প্রায় এক ঘণ্টা ধরে এমন চলতে থাকে। পরে শিশুটি সেখানেই মারা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় সোম ও মঙ্গলবার সব ধরনের উৎসব বন্ধ ঘোষণা করেছে। সেখানে দু'দিনের শোক ঘোষণা করা হয়েছে।
শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তেলদে শহরের মেয়র হেক্টর সুয়ারেজ। প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
টিটিএন/এমকেএইচ